Views Bangladesh Logo

পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, এ পর্যন্ত নিহত ১০৪৭ ফিলিস্তিনি

বরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা ও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের ভূখণ্ডটি দখলে সেখানকার বাসিন্দাদের ওপর হত্যাযজ্ঞও চালাচ্ছে তারা।

রোববারও (২৮ সেপ্টেম্বর) পশ্চিম তীরের উত্তর-পশ্চিমের কালকিলিয়া শহরের কাছে হামলা চালিয়ে ২৪ বছরের ফিলিস্তিনি যুবক মাহমুদ আক্কাদকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করে ইসরায়েলি সেনারা। হামলা চলেছে নাবলুস ও আল-রাম শহরে। তবে ইসরায়েলি সেনাদের দাবি, নাবলুস শহরের খিল্লেত আল-আমুদ এলাকার বাসিন্দা মাহমুদ আক্কাদ গাড়ি চালিয়ে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর চেষ্টা করছিলেন। ওই ঘটনায় একজন ইসরায়েলি গুরুতর আহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারের গণমাধ্যম আল জাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর দিন থেকেই পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। এসব হামলায় কমপক্ষে এক হাজার ৪৭ জনকে হত্যা এবং দশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আহত করেছে তারা।

আল-রাম শহর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের মাঝের সীমান্ত প্রাচীরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানান চিকিৎসকরা। গুলি চালানোর কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই এলাকাটিতে ইসরায়েলের অভ্যন্তরে কাজ করতে যেতে প্রায়ই দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করেন ফিলিস্তিনি শ্রমিকরা।

প্যালেস্টাইন রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আল-রামেতে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত ৩৩ বছরের ওই ফিলিস্তিনি যুবককে চিকিৎসা দিয়েছে তাদের দলগুলো।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) আগেরদিন গুলি করে হত্যার শিকার মাহমুদ আক্কাদের বাড়িসহ নাবলুস শহরে ফের অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের নিক্ষিপ্ত তাজা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর একটি দল শহরে ঢুকে ওই এলাকার দিকে অগ্রসর হয়। সেখানে তারা নিহত মাহমুদ আক্কাদের বাড়ি ঘিরে ফেলে। ফিলিস্তিনিরা পাথর ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। জবাবে তাজা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা।

রেডক্রিসেন্টও জানিয়েছে, টিয়ার গ্যাসে শ্বাসকষ্টে আক্রান্ত ১০ জনকে চিকিৎসা দিয়েছেন তাদের কর্মীরা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ