Views Bangladesh Logo

গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৬৭ ফিলিস্তিনির

গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও অন্তত ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মন্ত্রণালয় জানায়, হামলায় আহত হয়েছেন আরও অনেকেই। একই দিন গাজার দক্ষিণাঞ্চলের আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে শনিবারও একই ধরনের ঘটনায় প্রাণ হারান অন্তত ৩৬ জন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গাজার উত্তরে রোববার বিপুলসংখ্যক মানুষের ভিড়ের কারণে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। তারা বলছে, হতাহতের সংখ্যা অতিরঞ্জিত হতে পারে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইসরায়েল কখনোই মানবিক ত্রাণবাহী ট্রাককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানায় না।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজায় প্রবেশের পরপরই তাদের খাদ্যবাহী ২৫টি ট্রাকের একটি বহর ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের মধ্যে পড়ে। এই সময় গুলির ঘটনাও ঘটে। সাধারণ মানুষের ওপর এ ধরনের সহিংসতাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে সংস্থাটি।

হামাসের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা ও তীব্র খাদ্য সংকট নিয়ে ক্ষুব্ধ তাদের সংগঠন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, গাজা পরিস্থিতির অবনতি চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করতে পারে।

এদিকে, গাজায় নতুন করে কিছু এলাকায় বসবাসরত মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যেসব এলাকায় বিপুলসংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছেন, সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে আর না থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ