ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফ্রিডম ফ্লোটিলার ৮ জাহাজ
গাজার উপকূলে পৌঁছানোর আগেই ফ্রিডম ফ্লোটিলার আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বহু মানবাধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়।
শুরুতে বহরের সামনের সারির ‘আলমা’ জাহাজ আটক করা হয়। সেখানেই ছিলেন ফ্লোটিলার নেতৃত্বদানকারী গ্রেটা থুনবার্গ। এরপর একে একে আরও কয়েকটি জাহাজ জব্দ করে ইসরায়েলি নৌবাহিনী। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তবে হামলার শঙ্কা সত্ত্বেও ফ্লোটিলার অন্য দুটি জাহাজ‘মেটিক’ ও ‘ইয়াকট’ এখনো গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল ইসলামের জাহাজও এগিয়ে যাচ্ছে গাজার দিকে।
ঘটনার প্রতিবাদে ইতালি, তুরস্ক, গ্রিস ও তিউনিশিয়ায় বিক্ষোভ হয়েছে। তুরস্কে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা আটক কর্মীদের মুক্তির দাবি জানান। এ ছাড়া মালয়েশিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও শ্রীলঙ্কার সরকারপ্রধান এ হামলার নিন্দা করেছেন।
৪৪টি জাহাজ ও ৫৭ দেশের প্রায় ৫০০ কর্মী নিয়ে গঠিত এই ফ্লোটিলা গাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে যাত্রা করছিল। ঝুঁকি জেনেও ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বমানবতার এ বহর এগিয়ে যাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে