Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় চার মার্কিন নাগরিকসহ পাঁচজন নিহত

ক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন আমেরিকান শিশু এবং তাদের বাবাসহ পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত অন্যজন হিজবুল্লাহ’র সদস্য বলে দাবি ইসরায়েলের।

নিহত তিন শিশু সেলিন, হাদি ও আসিল এবং তাদের বাবা আমেরিকান নাগরিক। হামলায় শিশুদের মা আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে।

এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ও সংসদের স্পিকার নাবিহ বেরি। তাদের মতে, এটি দক্ষিণ লেবাননের জনগণকে ভয় দেখাতে করা হয়েছে।

ইসরায়েল দাবি করে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে প্রায়শই হামলা চালায়, যেন ইরান-সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক শক্তি পুনর্গঠন করতে না পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ