Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় ৪৬ শিশুসহ নিহত ১০৪

ফিলিস্তিনের গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এক দিনের জন্যও যুদ্ধবিরতি টেকেনি। গত মঙ্গলবার এক ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ তুলে গাজায় নির্বিচার বোমা হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু, নারী ও বৃদ্ধ রয়েছেন।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ধারাবাহিক এই হামলায় সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাবিও নিহত হয়েছেন। তিনি স্ত্রীসহ মধ্য গাজার নুসেইরাতের একটি তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।


হামাসের অভিযোগ, ইসরায়েল মিথ্যা অজুহাতে গাজায় আগ্রাসন চালাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে তারা অন্তত ১২৫ বার চুক্তি লঙ্ঘন করেছে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, হামলা আরও দীর্ঘ হতে পারে, কারণ ইসরায়েলি যুদ্ধবিমান এখনো আকাশে টহল দিচ্ছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনা অনুসারে যুদ্ধবিরতিতে ফিরে এসেছে, তবে প্রয়োজনে আবারও অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাসের সামরিক স্থাপনা। তবে এতে মধ্য গাজার একটি পরিবারে ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশু ও বয়স্করাও ছিলেন।


কাতার ও মিসর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্য কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, দেশটির আত্মরক্ষার অধিকার রয়েছে।


এদিকে ইসরায়েলি গণমাধ্যম কেএএন জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত ১৮ মাসে অন্তত ২৭৯ সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত আত্মহত্যা করেছেন ৩৬ জন সেনা। গবেষণায় দেখা গেছে, গাজায় যত বেশি সেনা মোতায়েন করা হচ্ছে, আত্মহত্যার প্রবণতাও তত বাড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ