Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত

সরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমাদ গালেব আল-রাহউইসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত শনিবার এই খবর নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এটি হুথিদের জ্যেষ্ঠ নেতাদের ওপর চালানো প্রথম হামলা। ইসরায়েল শুক্রবার এক বিবৃতিতে বলেছিল যে এই বিমান হামলা ইরান-সমর্থিত গোষ্ঠীটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে। তবে মাশাতের বিবৃতিতে নিহতদের মধ্যে হুথি প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন কিনা তা স্পষ্ট করা হয়নি।

আহমাদ গালেব আল-রাহউইকে এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে তিনি মূলত একটি প্রতীকী পদে ছিলেন। সামরিক অভিযানে তার কোনো ভূমিকা ছিল না। তার ডেপুটি মোহাম্মদ মিফতাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ