৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল
টানা তিন বছর ধরে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর বার্ষিক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর আল-জাজিরার।
প্যারিস ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা ২০২৪ সালের ৬৬ জনের তুলনায় সামান্য বেড়েছে। নিহতদের ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছেন। আরএসএফ ইসরায়েলকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছে ২৫ আগস্ট, যখন গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনার হামলায় রয়টার্স ও এপির দুই সাংবাদিকসহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর এ পর্যন্ত ২২০ সাংবাদিক নিহত হয়েছেন।
এছাড়া, ইসরায়েলের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে গাজায় বিদেশি সাংবাদিকদের যাতায়াত সীমিত।
ইসরায়েলের পরেই সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হওয়ার দেশ হলো মেক্সিকো, যেখানে চলতি বছরে নয়জন সাংবাদিক প্রাণ হারান। ইউক্রেন ও সুদানেও যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হয়েছেন।
স্মরণযোগ্য, ২০১২ সালে একক বছরে ১৪২ সাংবাদিক নিহত হয়েছিল, মূলত সিরিয়ার গৃহযুদ্ধের কারণে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে