Views Bangladesh Logo

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

রানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আনাদোলু আজানসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পক্ষ থেকে এই হুমকি এসেছে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতির সঙ্গে।

রোববার (২৭ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামোন বিমানঘাঁটি পরিদর্শনের সময় কাটজ বলেন, “আপনারা যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, তবে এবার আরও বেশি শক্তি নিয়ে এবং ব্যক্তিগতভাবে আপনার (খামেনি) বিরুদ্ধেও আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।

ইসরায়েলের এই হুমকির বিষয়ে ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালালে উভয় দেশের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত থামে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ