Views Bangladesh Logo

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল

গাজার উদ্দেশে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল বহরের শেষ নৌযানটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী নৌযানটির নাম দ্য ম্যারিনেট।

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক লাইভ ভিডিওতে দেখা গেছে, শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা নৌযানটিতে উঠে ছয়জন অধিকারকর্মীকে ঘিরে ফেলে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ম্যারিনেটসহ মোট ৪৪টি নৌযান আটক করেছে ইসরায়েলি সেনারা। এ পর্যন্ত প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই ৪৩টি নৌযান আটক করা হয়েছিল। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল দ্য ম্যারিনেট।

জানা যায়, ভোরে নৌযানটি ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল, গাজার উপকূল থেকে তখনও প্রায় ৮০ কিলোমিটার দূরে। এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানায়, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ