Views Bangladesh Logo

ইরানের পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছে ইসরায়েল

ত মাসে যুক্তরাষ্ট্রের অভিযানে আঘাত হানা তিনটি পারমাণবিক স্থাপনার মধ্যে একটি থেকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসফাহানের নিচে পুঁতে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হবে। তেমন কোনো উদ্যোগ নিলে ইসরায়েল ফের সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গত ২২ জুন ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানের অংশ হিসেবে ইসফাহান পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বিবিসিকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে পুরোপুরি ধ্বংস করেছে। তার দৃঢ় নেতৃত্বের কারণে
বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ।’

ইরান অবশ্য পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শান্তির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান কট্টরপন্থী টাকার কার্লসনের সঙ্গে এক আলাপে জানান, ‘স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেখানে পৌঁছাতেও পারছি না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ক্ষয়ক্ষতির পুরো মূল্যায়ন করা এখনই সম্ভব নয়।’

ইসরায়েলি কর্মকর্তা আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে এবং যেকোনো পুনরুদ্ধারের চেষ্টা করলে সম্ভবত তা নজরে পড়বে।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক ফাঁস হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলো ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হলেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়নি। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসে জানান, ইরানের একমাত্র ধাতব ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়ায় পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কার্যত বিলুপ্ত হয়ে গেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রচারমাধ্যম সিবিএসকে বলেন, ‘এই স্থাপনাগুলো উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে, তবে কিছু অংশ এখনও অক্ষত আছে। পরিষ্কারভাবে বলতে গেলে, বলা যাবে না যে সবকিছু ধ্বংস হয়ে গেছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ