Views Bangladesh Logo

ইয়েমেনের ৪ স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

য়েমেনের চারটি স্থাপনায় ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, ইয়েমেনের হোদেইদাহ, হোসেইন, রাস ইসা বিদ্যুৎকেন্দ্র ও সালিফ বন্দরে হামলাগুলো চালানো হয়েছে। গত এক মাসে ইয়েমেনে ইসরায়েলের এটি প্রথম হামলা।

হুতি গোষ্ঠীর একজন মুখপাত্র দাবি করেছেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা সফলভাবে প্রতিহত করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলার ফলে প্রধান বিদ্যুৎকেন্দ্রটি অকেজো হয়ে যায় এবং পুরো শহর অন্ধকারে ডুবে যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এই হামলাগুলোর নাম দেন “অপারেশন ব্যাক ফ্ল্যাগ”। তিনি বলেন, ‘ইয়েমেন ও তেহরানের পরিণতি একই রকম হবে।’

কাটজ আরও বলেন, ‘ইসরায়েলকে আঘাত করার চেষ্টা কেউ করলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। তারা দাবি করে, এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ