Views Bangladesh Logo

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় ছয় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এই হামলা চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা, স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে।

হামলার একদিন পরই গাজা ও মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার পরিকল্পনা রয়েছে। রোববার সীমান্তটি চালু হলে এটি ২০২৪ সালের মে মাসের পর প্রথমবার ব্যবহারযোগ্য হবে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে সরাসরি লড়াই মূলত বন্ধ থাকলেও উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি অভিযানে ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১,৭৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,৪৮৩ জন আহত হয়েছেন। বিপুলসংখ্যক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ