মধ্যপ্রাচ্যে শান্তির পথে প্রধান বাধা ইসরায়েল: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আসন্ন পরমাণু আলোচনা ব্যর্থ করা।
ইস্তানবুলে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের এই হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি। এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্টের স্পষ্ট উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর সরকার প্রতিনিয়ত প্রমাণ করছে, তারা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা।’
এরদোয়ান অভিযোগ করেন, গত ১৩ জুনের হামলার মাধ্যমে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করার অপচেষ্টা করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে