Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতির ‘প্রথম পর্যায়ে’ সম্মত ইসরায়েল ও হামাস

গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘোষণা দেন, তার প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার এই পর্যায়ে উভয় পক্ষ স্বাক্ষর করেছে।


ট্রাম্প বলেন, “সব জিম্মিকে দ্রুত মুক্তি দেয়া হবে এবং ইসরায়েল একটি সম্মত লাইন পর্যন্ত সেনা প্রত্যাহার করবে। এটি স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ।”


টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে এবং হামাসের কাছে থাকা নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাম্প এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস উভয়ই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।


আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দি বিনিময়ের শর্তে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।


তবে বিশ্লেষকরা মনে করছেন, চুক্তির বাস্তবায়ন এখনো চ্যালেঞ্জের মুখে। প্রথম ধাপে জিম্মি মুক্তি ও সেনা প্রত্যাহার থাকলেও, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মিশর সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির এই ধাপ মানবিক সাফল্য হলেও গাজার স্থায়ী শান্তি নির্ভর করছে পরবর্তী আলোচনার ওপর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ