গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল
গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। খবর—বিবিসির।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মিশরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দল ইতোমধ্যে মিশর পৌঁছেছে আর ইসরায়েলি প্রতিনিধিরাও সোমবারের মধ্যে সেখানে পৌঁছাবেন বলে জানা গেছে।
দুই পক্ষের এই আলোচনা দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনাকে দ্রুত এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাকে জানানো হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে আরও দ্রুত এগিয়ে যেতে বলেছি।”
হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া—যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের দোহায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল। তিনি রোববার মিশরে পৌঁছেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, তারা হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনা ও গাজায় মানবিক ত্রাণ সরবরাহে সহায়তা দিতে প্রস্তুত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে