কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা
ইসরায়েল কাতারে হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলার সুনির্দিষ্ট অবস্থান সরকারিভাবে প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।
কাতারের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দোহায় বিস্ফোরণের সময় ধোঁয়ার উঁচু কলাম দেখা গেছে। একজন ইসরায়েলি সিনিয়র কর্মকর্তা বলেন, হামলার লক্ষ্য ছিলেন হামাসের উপনেতা খলিল আল-হাইয়া এবং সিনিয়র কর্মকর্তা জাহের জাবারিন। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, খলিল আল-হাইয়া, যিনি হামাসের প্রধান আলোচকও ছিলেন, হামলায় নিহত হয়েছেন।
আল জাজিরা এক হামাস সূত্রের বরাতে জানিয়েছে, হামলার সময় দোহায় হামাসের আলোচক দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শান্তি প্রস্তাব নিয়ে বৈঠক করছিল।
কাতার সরকার এই হামলাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের 'কুপচক্রান্তপূর্ণ লঙ্ঘন' হিসেবে নিন্দা জানিয়েছে এবং উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, একজন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের জন্য 'সবুজ সংকেত' দিয়েছেন এবং হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে। হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে