তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত বলে আইডিএফের দাবি
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানে একটি সুনির্দিষ্ট বিমান হামলায় তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী শাদমানিকে হত্যা করেছে। সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ।
শাদমানি ছিলেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান এবং যুদ্ধকালীন সময়ের জন্য নিয়োজিত ইরানের চিফ অব স্টাফ। একইসঙ্গে তিনি ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনাকারী।
আইডিএফ-এর বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা বিভাগের দেয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে তেহরানের একটি সক্রিয় কমান্ড সেন্টারে নিশানা করে এই আকাশ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই শাদমানি নিহত হন।
আলি শাদমানি যে জরুরি কমান্ড সেন্টারের দায়িত্বে ছিল, সেখান থেকে ইরানের যুদ্ধকালীন অভিযান ও আগ্রাসন পরিকল্পনা অনুমোদন দেয়া হতো। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত সামরিক কৌশল নির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এর আগে তিনি ছিলেন খাতাম আল-আনবিয়ার উপপ্রধান এবং ইরানি সশস্ত্র বাহিনীর অপারেশন বিভাগের প্রধান।
এই হত্যাকাণ্ডকে ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। এর আগে একই অভিযানে নিহত হন তার পূর্বসূরি আলা আলী রশিদ।
আইডিএফ জানিয়েছে, এই হামলা ইরানি সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামোতে বড় ধাক্কা দেবে এবং তাদের সামরিক প্রস্তুতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
তবে ইরানের পক্ষ থেকে এখনো এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে