Views Bangladesh Logo

ইরানের ছয়টি বিমানবন্দরে ইসরায়েলের হামলার দাবি

রানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে একযোগে এই হামলা চালানো হয়েছে।

শনিবার ভোররাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, ওই হামলায় ইরানের ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ ধরণের যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে একটি রিফুয়েলিং এয়ারক্রাফট। পাশাপাশি রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কারসহ বিভিন্ন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই হামলার ফলে বিমানবন্দরগুলোর উড্ডয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং ইরানের সামরিক বিমান শক্তির সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

একটি প্রকাশিত চিত্রে হামলার লক্ষ্যবস্তু হিসেবে তেহরানের মেহরাবাদ, মাশহাদ এবং দেজফুলসহ ছয়টি বিমানবন্দরকে চিহ্নিত করা হয়েছে।

এই ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ