Views Bangladesh Logo

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের বোমা হামলা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল।


  শনিবার (৪ অক্টোবর) ভোররাতে গাজা শহর ও আশপাশের এলাকায় বিমান ও গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, পুরো রাতজুড়ে গাজায় ভয়াবহ বোমাবর্ষণ চালানো হয়। ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়ি ধ্বংস করেছে।

গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতাল জানায়, তুফাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলার পর তারা চারজনের মরদেহ ও কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়।

এদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের তথ্যমতে, বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং আটজন আহত হয়েছেন।

এর আগে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার পরও ইসরায়েল এই হামলা চালায়, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ