Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের অনুমোদন

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। শুক্রবার ভোরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুমোদনের পর নেতানিয়াহু একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারকেও ধন্যবাদ জানিয়েছেন। তারা ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।

তবে আলজাজিরা জানিয়েছে, চুক্তি অনুমোদনের ভোটে ডানপন্থি ইসরায়েলি দলগুলো বিরোধিতা করে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আগেই প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, তিনি এমন কোনো সরকারের অংশ হবেন না, যে সরকার গাজায় হামাসের শাসন অব্যাহত থাকতে দেবে।

চুক্তির প্রথম ধাপে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবে। হামাস তাদের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেবে, আর ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেয়া হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই হতে পারে।

হামাসের আলোচনাকারী দলের প্রধান খালিল আল-হাইয়া বলেন, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে তারা নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর মানেই গাজায় যুদ্ধের ‘সম্পূর্ণ সমাপ্তি’।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৭ হাজার ১৯৪ জন নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৮৯০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ