Views Bangladesh Logo

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল টানা ১২ দিন ধরে চলা সংঘর্ষের অবসানে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উভয় দেশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে সামরিক অভিযান সীমিত করবে এবং পরে একটি ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প লেখেন, “সবকিছু যদি পরিকল্পনামতো চলে—যেটা আমি জানি চলবে—তবে আমি ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানাই তাদের সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার জন্য। এই যুদ্ধের নাম হতে পারে ‘দ্য টুয়েলভ ডে ওয়ার’ (১২ দিনের যুদ্ধ)।”

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এই শর্তে যে ইরান আর কোনো হামলা চালাবে না। ট্রাম্প নিজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে এ সমঝোতা নিশ্চিত করেন।

অন্যদিকে, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির মধ্যস্থতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয় তেহরান।

তবে এ পর্যন্ত ইসরায়েল সরকার বা জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

সংঘাত শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত দুই দেশের মধ্যে একাধিক বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পাল্টা প্রতিক্রিয়া চলেছে।

এছাড়া, ইসরায়েলের তিনজন শীর্ষ কর্মকর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তারা শিগগিরই ইরানে চলমান অভিযান শেষ করতে চায়, এবং সেই বার্তা যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে।

চ্যানেল টুয়েলভ টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে মন্ত্রীদের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ