গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, হামাসকে চুক্তিতে আহ্বান ট্রাম্পের

গাজায় চলমান সংঘর্ষ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। এবার হামাসের প্রতি সেই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, '৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। আমরা এই সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সকলে মিলে কাজ করব।'
তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতার ও মিসর বহু পরিশ্রম করছে এবং তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাব দেবে। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, 'মধ্যপ্রাচ্যের কল্যাণে হামাস এ প্রস্তাব গ্রহণ করবে। কারণ এটি ভালো না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।'
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছিল। এই উদ্যোগের পেছনে ছিলেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকোফ। ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সেই উদ্যোগই আবারও সামনে এলো।
তবে যুদ্ধবিরতির এই আলোচনা এতদিন থমকে ছিল। কারণ, ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় হামলার অধিকার রাখতে। অপরদিকে, হামাসের দাবি, যতক্ষণ পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা কোনো অস্থায়ী চুক্তিতে রাজি নয়।
এ প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন ঘোষণাকে দুইপক্ষের মধ্যে সমঝোতা তৈরির প্রয়াস হিসেবে দেখছে বিশ্লেষকরা। বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে বিরাজমান মতপার্থক্য দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে