Views Bangladesh Logo

ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

Press Release

প্রেস রিলিজ

সলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম সেলফিন এবং আই পে সেফ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ড্যাফোডিল কম্পিউটারসের সব ধরনের লেনদেন পরিচালনা করা যাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির পক্ষে জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী এবং ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারসের ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ