Views Bangladesh Logo

এককভাবে নির্বাচনে অংশ নেনে ইসলামী আন্দোলন

রমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে গঠিত নির্বাচনী ঐক্য থেকে সরে এসেছে।

শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি ৩২টি আসনে সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে।’

এর আগে আসন বণ্টন নিয়ে মতানৈক্যের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছায়। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিকের জন্য উন্মুক্ত রাখা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সে সময় মঞ্চে ইসলামী আন্দোলনের জন্য একটি চেয়ার রাখা হলেও দলটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করে ইসলামী আন্দোলন। এরপরও তাদের জন্য পাঁচটি উন্মুক্তসহ মোট ৪৭টি আসন রাখা হয়েছিল।

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ঐক্যে না এলে ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন—এমন সিদ্ধান্তের কথাও গতকাল জানানো হয়। আজ শুক্রবার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ