Views Bangladesh Logo

আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন

সন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণার জন্য বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সেখানে ইসলামী আন্দোলন থাকছে না। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এ সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত একটি মিডিয়া ইনভাইটেশন বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের কথা জানিয়ে গণমাধ্যমে পাঠানো হয়। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়। তবে ইসলামী আন্দোলন এ সংবাদ সম্মেলনের কোনো আমন্ত্রণ পায়নি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, এ ধরনের কোনো সংবাদ সম্মেলনের দাওয়াত আমরা পাইনি, আমাদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি। তাই আপাতত সিদ্ধান্ত অনুযায়ী সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন থাকছে না।

তিনি আরও জানান, ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় থাকবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই দলটির অবস্থান চূড়ান্ত হবে।

দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত রাতে শীর্ষ নেতাদের বৈঠকে বিভিন্ন মতামত এসেছে। আজকের মজলিসে আমেলার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

ইসলামী আন্দোলনের একাধিক নেতা জানান, গত রাতের বৈঠকে আসন সমঝোতায় থাকা বা না থাকার সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। নেতাদের একাংশের মতে, জোটের ভেতরে সমন্বয়হীনতা ও একপাক্ষিক সিদ্ধান্তের কারণে দূরত্ব তৈরি হয়েছে।

দলটির এক শীর্ষ নেতা বলেন, আমাদের সঙ্গে পরামর্শ না করেই কিছু দলকে আসন দেওয়া হয়েছে। এই আসন কোথা থেকে, কীভাবে দেওয়া হলো—তার ব্যাখ্যা আমরা পাইনি। আসন সমঝোতার চেয়ে এখন জোটের মধ্যে সমমানসিকতা ও পারস্পরিক আস্থা বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আজকের সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে ইসলামী আন্দোলন এতে যুক্ত থাকবে কি না, তা নির্ভর করছে আজ দুপুরের কেন্দ্রীয় বৈঠকের সিদ্ধান্তের ওপর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ