আইএইএ’র সঙ্গে সব সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত ইরানি পার্লামেন্টে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টে বুধবার (২৫ জুন) সর্বসম্মতভাবে এ প্রস্তাব পাস হয়। কোনো সংসদ সদস্য প্রস্তাবটির বিপক্ষে ভোট দেননি বলে জানিয়েছে বিবিসি।
সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, আইএইএ’র সাম্প্রতিক প্রতিবেদন ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরি করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন ও নিয়মিত প্রতিবেদন প্রদানসহ সব ধরনের সহযোগিতা স্থগিত থাকবে যতক্ষণ না নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়।
সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, 'ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। তবে আইএইএ এখন দায়িত্ব পালন না করে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।'
এদিকে, আইএইএ তাদের সর্বশেষ প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে। সংস্থাটি বলেছে, তেহরান এখনো কিছু অঘোষিত পরমাণু স্থাপনাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়নি এবং ইউরেনিয়াম মজুদের পরিমাণ নিয়েও উদ্বেগ রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। ফরদো পারমাণবিক কেন্দ্রে একটি বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে আঘাত হানা হয়। তবে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সর্বশেষ বিশ্লেষণে বলা হয়, এসব হামলায় ইরানের পরমাণু কার্যক্রমের মূল অবকাঠামো ধ্বংস হয়নি।
গোয়েন্দা সূত্র জানায়, ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে এবং অধিকাংশ সেন্ট্রিফিউজও অক্ষত রয়েছে। ফলে এই হামলা ইরানের পারমাণবিক অগ্রগতিকে কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে মাত্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে