Views Bangladesh Logo

ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা ‘ধ্বংস করা কঠিন’: ডেভিড অ্যালব্রাইট

জাতিসংঘের প্রাক্তন পারমাণবিক অস্ত্র পরিদর্শক ডেভিড অ্যালব্রাইট বলেছেন, ভূগর্ভস্থ ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা সামরিক হামলায় ‘ধ্বংস করা কঠিন হবে’। তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই এটি সম্পূর্ণরূপে ধ্বংসের ক্ষমতা রয়েছে বলেও মনে করেন তিনি।

সামরিক পদক্ষেপের শঙ্কা নিয়ে ওয়াশিংটন-ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা অ্যালব্রাইট বলেন, ‘আমি বিশ্বাস করি, ইসরায়েল উল্লেখযোগ্য সময়ের জন্য এই স্থাপনাটি নিষ্ক্রিয় করতে পারে’।

বুধবার (১৮ জুন) অ্যালব্রাইট বিবিসি রেডিও ৫-কে বলেছেন, ফোর্ডো স্থাপনাটি মাটির কমপক্ষে ৮০ মিটার (২৬২ ফুট) নিচে চাপা পড়ে আছে। এই গভীরতা এটিকে প্রচলিত আক্রমণের চ্যালেঞ্জিং লক্ষ্যবস্তু করে তোলে।

অ্যালব্রাইটের ব্যাখ্যা, ইরাকের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে তার অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গোপন পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণ এবং পরিদর্শনের বর্তমান পদ্ধতিগুলোকে গঠনে সহায়তা করেছে।

‘ইরাকে আমাদের কাজ লুকানো পারমাণবিক কার্যক্রম উন্মোচনের কৌশল তৈরিতে অবদান রেখেছে’- বলেন তিনি।

ফোর্ডো স্থাপনা ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এর শক্তিশালী নকশা এবং সমৃদ্ধকরণ ক্ষমতা আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ