Views Bangladesh Logo

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি টিকবে না, শিগগিরই ফের সংঘর্ষ শুরু হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও সেটি খুব বেশি স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, 'অনেকেই মনে করছেন যুদ্ধ শেষ; কিন্তু আমি তা মনে করি না। ইরান ও ইসরায়েল সত্যিকার অর্থে পিছু হটেনি—তারা কেবলমাত্র ক্লান্ত হয়ে কিছু সময়ের বিরতি নিচ্ছে। সংঘাত আবার শুরু হবে কি না? আমি মনে করি হবে—এবং খুব শিগগিরই।'

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, অভিযোগ করে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। এর জবাবে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়।

১২ দিনব্যাপী তীব্র লড়াইয়ের পর ২২ জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ‘মিডনাইট হ্যামার’ নামের এক অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

পরদিন, ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন, এই হামলাই ইরানের পারমাণবিক কার্যক্রমকে থামিয়ে দিয়েছে।

ট্রাম্প বলেন, 'যুদ্ধ থামানোর কৃতিত্ব আমরাই পাই। আমাদের বিমান যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, তখনই মূলত যুদ্ধের সমাপ্তি ঘটে।'

তবে তার সাম্প্রতিক মন্তব্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ