জাতীয় পতাকা নামিয়ে লন্ডনে ইরানি দূতাবাসে বিক্ষোভ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা নামিয়ে লন্ডনের ইরানি দূতাবাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক বিক্ষোভকারী ভবনের বারান্দায় উঠে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা নামিয়ে তার জায়গায় বিপ্লব-পূর্ব ‘লায়ন অ্যান্ড সান’ রাজতান্ত্রিক পতাকা উত্তোলন করেন।
এ ছাড়া বিক্ষোভকারীরা কেনসিংটন রোড অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এ খবর জানিয়েছে।
ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। কর্তৃপক্ষ দেশজুড়ে প্রতিবাদ দমনে কঠোর অভিযান শুরু করেছে। ঠিক তখনই ব্রিটেনে এমন বিক্ষোভ দেখা গেল।
প্রতিবেদন অনুযায়ী, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ১০৬ জন নিহত এবং ২ হাজার ৩০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন।
ইরানের অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে অভিযুক্ত করা হবে। ইরানের আইনে এটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।
এদিকে, ইরানের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে এবং বিক্ষোভের প্রকৃত বিস্তার নির্ধারণ করা কঠিন হয়ে উঠেছে।
কিছু এলাকায় বিক্ষোভকারীরা সরকারি ভবনে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে ওয়াশিংটন ‘কঠোর জবাব’ দেবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানি কর্তৃপক্ষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা নিয়ে ‘খেলা না করার’ আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে