Views Bangladesh Logo

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না: ইরাভানি

রানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে দাবি করেছেন জতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত।

রোববার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইরাভানি বলেন, ‘পরমাণু সমৃদ্ধকরণ আমাদের অধিকার। এটি একটি অখণ্ড ও বৈধ অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জানান, শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুমোদিত এবং পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির আওতায় এর বৈধতা রয়েছে।

আলোচনার প্রসঙ্গে ইরাভানি বলেন, ‘তেহরান আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণের নামে আলোচনার চাপ চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয়। এটি কোনো সংলাপ নয়, বরং একটি রাজনৈতিক কৌশল চাপিয়ে দেয়ার চেষ্টা।’

সম্প্রতি ইসরায়েলের বিমান হামলার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, ‘এই আগ্রাসনের পর আলোচনার জন্য এখনো কোনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কোনো অনুরোধও নেই।’

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও এর পরিদর্শকদের বিষয়ে ইরাভানি দাবি করেন, ‘ইরান সরকার আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি কোনো হুমকি দেয়নি।’

তবে তিনি স্বীকার করেন, ইরানের কিছু কর্মকর্তা আইএইএ পরিদর্শকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ন্যায্যতা দিতে সাহায্য করছেন।

বর্তমানে আইএইএ’র পরিদর্শকরা ইরানে থাকলেও, পারমাণবিক স্থাপনাগুলোতে তারা প্রবেশের অনুমতি পাচ্ছেন না বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ