Views Bangladesh Logo

মার্কিন ঘাঁটি ও রণতরীতে হামলার হুমকি ইরানের

রানের বিরুদ্ধে কোনো হামলা হলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী রণতরীতে তাৎক্ষণিক ও সীমাহীন হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা ও ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার পর এই হুঁশিয়ারি দিল তেহরান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বহু মার্কিন সামরিক স্থাপনা ও রণতরী ইরানের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

তিনি দাবি করেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোর গুরুতর দুর্বলতা রয়েছে।

এই হুমকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক চাপের সরাসরি প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়।

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল শক্তিকেই সরাসরি হুমকির মুখে ফেলেছে। ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ