জাতিসংঘের পারমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করল ইরান
ইরান জাতিসংঘের পারমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন চুক্তি করেছে। এর ফলে আইএইএ পরিদর্শকরা আবারও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পাবেন। যার মধ্যে গত জুনে যুক্তরাষ্ট্রর ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলোও রয়েছে।
রয়টার্স জানায়, চুক্তির শর্তে তেহরান স্পষ্ট করেছে যে, ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা যাবে না। অন্যথায় চুক্তিটি অকার্যকর হবে।
মঙ্গলবার কায়রোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন। ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর আইএইএর সঙ্গে তেহরানের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। বৈঠকের পর দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করে।
যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ইরান আইএইএর সঙ্গে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে ‘তবে শর্ত হচ্ছে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করা এবং এর জনগণের নিরাপত্তা সুরক্ষিত রাখা।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে