ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প
সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে ইরানে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে মূলত দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকেই লক্ষ্য করা হয়েছে।
সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প বলেন, 'ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।' বিক্ষোভকারীদের দমনে কঠোরতা দেখানোর জন্য খামেনির তীব্র সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, একজন রাষ্ট্রনেতা হিসেবে খামেনির কর্মকাণ্ড ইরানের জন্য ধ্বংসাত্মক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
আরও বলেন, একটি দেশ সঠিকভাবে পরিচালনার জন্য নেতৃত্বের মূল বিষয় হওয়া উচিত জনগণের সম্মান অর্জন করা, ভয় বা মৃত্যুর মাধ্যমে নিয়ন্ত্রণ নয়। ট্রাম্পের ভাষায়, 'দেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে কয়েক হাজার মানুষকে হত্যা করা নেতৃত্ব নয়।'
এর আগে ট্রাম্পের সমালোচনা করে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে অপরাধী আখ্যা দেন। খামেনির দাবি, ইরানের জনগণের ওপর চলমান সহিংসতার জন্য ট্রাম্পই দায়ী।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে