ট্রাম্পের হুমকিতে ইরানে ৮০০ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত: হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইম অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিট বলেন, বুধবার যেসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, সেগুলোর প্রায় ৮০০টি স্থগিত করা হয়েছে—এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ইরানে হত্যাযজ্ঞ বন্ধে যুক্তরাষ্ট্রের সামনে সব ধরনের বিকল্প এখনো খোলা রয়েছে। এ বার্তা সরাসরি ইরানি কর্মকর্তাদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।
লেভিটের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্রদের চাপের কারণেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে মুদ্রার মান পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়, যা পরে রাজনৈতিক দাবিতে রূপ নেয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এসব ঘটনায় এখন পর্যন্ত ২ হাজার ৪০৩ জন নিহত এবং ১৮ হাজার ৪৩৪ জন গ্রেপ্তার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিস্থিতিকে ‘অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে