Views Bangladesh Logo

ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিবেচনায় নিয়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। একই সঙ্গে আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।'

এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ওই বার্তায় তিনি দাবি করেন, বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক না করার কথাও জানান তিনি। একই সঙ্গে বিক্ষোভকারীদের সহায়তার আশ্বাস দিয়ে ‘মেইক ইরান গ্রেট এগেইন’ স্লোগান ব্যবহার করেন ট্রাম্প।

পরে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কতজন নিহত হয়েছেন—সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনো হাতে আসেনি। তবে নিহতের সংখ্যা যে উল্লেখযোগ্য, সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন অবগত রয়েছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে, যা দিন দিন আরও তীব্র রূপ নিচ্ছে। মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও লাগামহীন মূল্যস্ফীতির জেরে এই বিক্ষোভের সূত্রপাত।

বর্তমানে ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। ডলারের বিপরীতে এর মান নেমে এসেছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার রিয়েলে। ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকেন। সেখান থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। অল্প কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংঘাতে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।

এরই মধ্যে বুধবার ইরানের কর্মকর্তারা গ্রেপ্তার বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেন। তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প দাবি করেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ