Views Bangladesh Logo

বিক্ষোভকারীদের আত্মসমর্পণে তিন দিনের সময় বেঁধে দিল ইরান

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ‘প্রতারিত হয়ে’ অংশ নেওয়া ব্যক্তিদের আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইরান। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নমনীয় আচরণ করা হবে এবং হালকা শাস্তি দেওয়া হতে পারে। রয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি কর্তৃপক্ষ তরুণ বিক্ষোভকারীদের বড় একটি অংশকে শত্রু নয়, বরং বিভ্রান্ত বা প্রতারণার শিকার হিসেবে দেখছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় পুলিশ প্রধান আরও জানান, যারা অনিচ্ছাকৃতভাবে বা উত্তেজনার বশবর্তী হয়ে দাঙ্গায় জড়িয়ে পড়েছেন, তাদের প্রতি শাসনব্যবস্থা সহনশীল থাকবে। তবে এই সুযোগ কেবল তিন দিনের জন্য কার্যকর থাকবে বলে স্পষ্ট করে দেন তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে গণ্য করা হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতামূলক নীতিকে দায়ী করেন। তার মতে, অর্থনৈতিক সংকট ও জনজীবনের দুরবস্থার সুযোগ নিয়ে বিদেশি শক্তিগুলো ইরানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্তব্য করেন, দেশটিতে নতুন নেতৃত্বের সময় এসেছে।

বর্তমানে ইরানের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। বিশ্লেষকদের মতে, তিন দিনের সময়সীমা শেষ হলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান শুরু করতে পারে। এরই মধ্যে তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: রয়া নিউজ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ