হিজাববিরোধী বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলালো ইরান
ইরানে হিজাববিরোধী আন্দোলনের সময় পুলিশের একজন সদস্যকে হত্যার অভিযোগে একজন বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। দেশটির বিচারবিভাগীয় ওয়েবসাইট মিজান শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, মেহরান বাহরামিয়ান ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশের গাড়িতে গুলি ছোড়ে। এতে পুলিশ কর্মকর্তা মোহসিন রেজাই নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আজ তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায়ই মারধর, দীর্ঘদিন নির্জন কারাগারে বন্দি রাখা এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়ে স্বীকারোক্তি আদায় করে, যা পরে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।
হিজাববিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অন্তত ১০ জনকে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০২২ সালের বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তাদের আরও এক ভাই মোরাদ নিহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে