Views Bangladesh Logo

ইরানে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে পাকপুর নিয়োগ

রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি হামলায় আগের আইআরজিসি কমান্ডার জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পরপরই এই পদক্ষেপ নেয়া হলো। শুক্রবার এই ঘোষণা দেয়া হয়।

তাসনিম নিউজ ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন স্থান লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে তেহরানে আইআরজিসির প্রধান কার্যালয়ও ছিল, যেখানে হামলার সময় জেনারেল সালামি উপস্থিত ছিলেন।

জেনারেল সালামির পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাও এই হামলায় নিহত হন, যাদের মধ্যে রয়েছেন খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলাম আলী রাশিদ এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি।

এই হামলায় ছয়জন ইরানি বিজ্ঞানীকেও হত্যা করা হয়। তাদের মধ্যে ছিলেন: আবদুল্লাহ মিনাউচেহর, আহমদ রেজা জোলফাঘারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাখি, মতলবিজাদে, ফারিদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি।

এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ