মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় শ্যো’ন অ্যারেস্ট ইনু

জুলাই গণআন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যো’ন অ্যারেস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালে হাজির করে ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান প্রসিকিউশন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, গত বছরের জুলাই-আগস্টের গণআন্দোলনে কুষ্টিয়ায় কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। এরই একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর ফের কারাগারে পাঠিয়ে দেন।
শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলার বিচারিক প্রক্রিয়া চলছে একই ট্রাইব্যুনালে, যেটিতেও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আসামি। গত বছরের ৪ আগস্ট গণআন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে নিহত দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাসান আলভীর (১৫) বাবা মো. আবুল হাসান মামলাটির বাদী। ইনুসহ ওই মামলার ১৬ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে