Views Bangladesh Logo

লোহিত সাগরে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইন্টারনেট বিভ্রাট

লোহিত সাগরে একটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে ইন্টারনেট বিভ্রাট ও ধীরগতি দেখা দিয়েছে। একই ধরনের সমস্যা সংযুক্ত আরব আমিরাতেও লক্ষ্য করা গেছে, যার প্রভাব এতিসালাত এবং ডু-এর মতো প্রধান নেটওয়ার্কগুলোর ওপর পড়েছে।

সৌদি আরবের জেদ্দার কাছে এই ত্রুটি শনাক্ত করা হয়েছে। তবে এর সঠিক কারণ এবং কারা এর জন্য দায়ী, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার মাইক্রোসফট জানায়, লোহিত সাগরের নিচে একাধিক ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহারকারীরা ধীর সংযোগের সম্মুখীন হতে পারেন। তবে সংস্থাটি জানিয়েছে, বিকল্প পথে নেটওয়ার্ক ট্র্যাফিক রি-রুট করার মাধ্যমে পরিষেবাগুলো সচল রাখা হয়েছে।

মাইক্রোসফট আরও জানায়, মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া ট্র্যাফিকের জন্য কিছু ল্যাটেন্সি বৃদ্ধির আশঙ্কা করছি। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

অ্যাজুর হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড পরিষেবা, যার অবস্থান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর পরেই। এই ঘটনা বিশ্বব্যাপী ডিজিটাল পরিষেবার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

এই কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ঘটল। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে তারা ১০০টিরও বেশি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এতে কমপক্ষে চারটি জাহাজ ডুবেছে এবং আটজন নাবিক নিহত হয়েছেন। গত জুলাইয়ে আরও দুটি জাহাজ ডুবে চারজনের মৃত্যু হয়।

ইসরায়েল-হামাস সংঘাত এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চিত আলোচনার মধ্যে এই কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ