নেপালে দায়িত্ব নিলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, নিহতদের ‘শহীদ’ ঘোষণা
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সরকার ‘জেন-জি আন্দোলনে’ নিহতদের ‘শহীদ’ ঘোষণা করেছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেয়ার নথিতেও স্বাক্ষর করেন সুশীলা কার্কি।
সকালে ‘সিংহ দরবার’-এ দায়িত্ব নেয়ার আগে লাইনচৌড়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন প্রধানমন্ত্রী।
এনডিটিভি জানিয়েছে, আন্দোলনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। তাদের ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি ও তিনজন পুলিশ সদস্য। নিহতদের পরিবারগুলোকে সহায়তা ছাড়াও আহত ১৩৪ জন বিক্ষোভকারী ও ৫৭ জন আহত পুলিশ সদস্যের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করেছে সরকার।
বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরিরও নির্দেশ দেয়া হয়েছে।
তীব্র গণআন্দোলনে নেপালি কংগ্রেস সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে বিদায়ী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট পাউডেল। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টায় শপথ নিয়েই আগামী বছরের ৫ মার্চ নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দেন নেপালের ইতিহাসে প্রথম এই নারী প্রধানমন্ত্রী।
নেপালে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের মূল কারণ রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনা চলছিল। পরে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি আরোপ করলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন। ৮ সেপ্টেম্বর সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন প্রতিবাদকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে সেদিন ১৯ জন নিহত হন, যা পরে বেড়ে ৭২ জনে দাঁড়ায়।
এই বিক্ষোভ ‘জেন-জি বিপ্লব’ নামে পরিচিতি লাভ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে