তেজগাঁও কলেজে ছাত্রদলের সংঘর্ষে আহত সাকিবুল মারা গেছেন
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে ৪ দিন লড়ে না ফেরার দেশে চলে গেলেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা।
বুধবার (১০ ডিসেম্বর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।
তিনি বলেন, ‘সাকিব আমাদের মাঝে আর নেই। সাকিবের এক আত্মীয় আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমার এই মুহুর্তে আসলে কথা বলার মত ভাষা নেই।’
হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষে সাকিবুলসহ তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাকিবুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কলেজ প্রশাসন জানায়, ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও এর নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতের ঘটনায় দু’পক্ষই ধারালো অস্ত্র ও লোহার রড ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শেরেবাংলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে একটি অবগত হয়েছি। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই জড়িতদের শনাক্তে করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সহপাঠী ও শিক্ষকরা সাকিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ছাত্রাবাসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে