Views Bangladesh Logo

বিবাহবহির্ভূত সম্পর্ক ও মদ্যপানের অভিযোগে যুগলকে ১৪০ বার বেত্রাঘাত

ন্দোনেশিয়ার আছেহ প্রদেশে কড়া ইসলামী নিয়মের আওতায় একজন নারী ও তার প্রেমিককে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং মদ্যপান করার অপরাধে ১৪০ বার চাবুক মারা হয়েছে। এই শাস্তি ২৫ বছরের মধ্যে প্রয়োগকৃত অন্যতম কড়া শাস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় শেরিফ অফিসের কর্মকর্তারা জানান, নারীকে ১০০টি চাবুক মারা হয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য এবং ৪০টি চাবুক মদ্যপান করার জন্য। প্রেমিককেও সমানভাবে শাস্তি দেওয়া হয়েছে।

চাবুক মারার সময় নারী কান্নায় ভেঙে পড়ে। পরে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর করা হয়। আছেহ প্রদেশ হলো ইন্দোনেশিয়ার একমাত্র এলাকা যেখানে শারিয়া আইন প্রযোজ্য।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন আরও চারজন ব্যক্তি। তাদের মধ্যে একজন শারিয়া পুলিশ কর্মকর্তা এবং তার নারী সঙ্গীও ছিল, যাদের কাছাকাছি থাকার অভিযোগে ২৩টি চাবুক দেওয়া হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের কর্মকর্তা রিজাল এ ব্যাপারে এএফপিকে বলেন, আমরা কোনো ব্যতিক্রম করি না, আমাদের নিজেদের সদস্যের ক্ষেত্রেও নয়। এটি অবশ্যই আমাদের নামের প্রতি দাগ ফেলে।


ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও আছেহ হলো একমাত্র প্রদেশ যেখানে বিশেষ স্বায়ত্তশাসনের আওতায় কঠোরভাবে শারিয়া আইন কার্যকর রয়েছে। তবে প্রকাশ্যে এই ধরনের বেত্রাঘাতের প্রথাকে দীর্ঘকাল ধরে ‘নিষ্ঠুর এবং অমানবিক’ হিসেবে সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো বারবার এই প্রথা বাতিলের আহ্বান জানালেও স্থানীয় কর্তৃপক্ষ একে ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবেই বিবেচনা করে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ