Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় স্কুল ধসের ঘটনায় নিহত বেড়ে ৭

ন্দোনেশিয়ার জাভা প্রদেশের একটি ইসলামি বোডিং স্কুল ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শুক্রবার ধ্বংসস্তূপ থেকে আরও দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার পরিচালনা পরিচালক ইউধি ব্রামানতিয়ো জানান, অজুর স্থানের ধ্বংসস্তূপ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, 'এ পর্যন্ত মোট সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।'

গত সোমবার সিদোয়ারজো শহরে বহুতল ইসলামি বোর্ডিং স্কুলটির একটি অংশ ধসে পড়ে। এ সময় শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ধসের পর সেখানে ডজনখানেক শিক্ষার্থী আটকা পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের ঘটনায় অন্তত ৫৯ জনকে নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় অনেক পরিবার দুর্ঘটনাস্থলের পাশে অবস্থান করছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণকাজকে দায়ী করা হচ্ছে। তবে ভবনের আরও অংশ ধসে পড়ার ঝুঁকি থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার রাতে ভূমিকম্পের পর উদ্ধারকাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

উদ্ধার কার্যক্রমে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। তবে দুর্ঘটনার পর থেকে ৭২ ঘণ্টার  'গোল্ডেন টাইম' অতিক্রম হওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ