স্বাধীনতার ৭৮ বছর পর সাউথ ব্লক ছাড়ছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) দীর্ঘদিনের ঠিকানা সাউথ ব্লক ছেড়ে আগামী মাসে উঠছে নতুন ভবন এক্সিকিউটিভ এনক্লেভে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নির্মিত এ আধুনিক কমপ্লেক্সেই থাকছে মন্ত্রিপরিষদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ ও উচ্চপর্যায়ের সভা-সম্মেলনের সুবিধা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, জায়গার সঙ্কট ও আধুনিক পরিকাঠামোর অভাবই পিএমও স্থানান্তরের প্রধান কারণ। প্রায় আট দশক ধরে প্রশাসনিক কাজের কেন্দ্র হিসেবে ব্যবহৃত নর্থ ব্লক ও সাউথ ব্লকে কর্মীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস ও সুযোগ-সুবিধার অভাব ছিল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তব্য ভবন-৩ এ স্থানান্তরিত হয়েছে, যেটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ আমলের ভবনগুলোর অপ্রতুল কর্মপরিবেশের সমালোচনা করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কমপ্লেক্সে পিএমও-র নামও পরিবর্তন হতে পারে, যাতে ‘জনসেবার’ চেতনা প্রতিফলিত হয়। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মোদীও বলেছিলেন, “পিএমও জনগণের দপ্তর হওয়া উচিত, এটি মোদীর পিএমও হতে পারে না।”
প্রায় ৮ দশক ধরে ভারত সরকারের প্রশাসনিক কাজের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে নর্থ ব্লক ও সাউথ ব্লক। গুরুত্বপূর্ণ সব কার্যালয় নতুন ভবনগুলোতে স্থানান্তরের পর এ ব্লকদুটো ‘যুগে যুগিন ভারত সংগ্রহালয়’ নামের জাদুঘরে পরিণত করা হবে। এ নিয়ে ভারতের জাতীয় জাদুঘর ও ফ্রান্স মিউজিয়ামস ডেভেলপমেন্টের মধ্যে একটি চুক্তিও হয়ে গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে