Views Bangladesh Logo

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৪

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় তার বহনকারী প্রাইভেট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে উপমুখ্যমন্ত্রীসহ মোট চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে উড়োজাহাজটি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত সরকারি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটিতে অজিত পাওয়ার ছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও), একজন সহকারী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণার উদ্দেশ্যে অজিত পাওয়ার বুধবার সকাল ৮টায় মুম্বাই থেকে বারামতীর উদ্দেশে রওনা হন। বারামতীতে তাঁর চারটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল। দুর্ঘটনাকবলিত লিয়ারজেট ৪৫ উড়োজাহাজটি ভিএসআর ভেঞ্চারস পরিচালনা করত বলে এনডিটিভি জানিয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজ চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ