ভারতে শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে মামলা
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৩ আগস্ট) স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) দায়ের করা অভিযোগের ভিত্তিতে সংস্থাটি মামলাটি করে।
এসবিআইর অভিযোগ অনুযায়ী, অনিল আম্বানি এবং তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস ঋণের শর্তাবলী লঙ্ঘন করে ব্যাংকের প্রায় ২৯.২৯ বিলিয়ন ভারতীয় রুপি ক্ষতি করেছে। ব্যাংকের অভিযোগ, তারা ঋণের অর্থ ‘অপব্যবহার’ করেছেন।
মামলা দায়ের করার পর সিবিআই রিলায়েন্স কমিউনিকেশনস-এর সাথে যুক্ত বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে। সিবিআই জানিয়েছে, তারা এই অভিযোগের বিস্তারিত তদন্ত করবে।
এদিকে, অনিল আম্বানির মুখপাত্র এসবিআইয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই অভিযোগটি দশ বছরেরও বেশি আগের ঘটনা নিয়ে, যখন অনিল আম্বানি রিলায়েন্সের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত ছিলেন না।
উল্লেখ্য, অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় এসেছিলেন সাত বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে। ওই লেনদেনে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনিল আম্বানি। দুজনই তখন ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। পরে ২০১৮ সালের ডিসেম্বরে ওই অভিযোগের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট তদন্তের আহ্বান খারিজ করে দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে