Views Bangladesh Logo

ভারত–ইইউর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত

দীর্ঘ ১৮ বছরের আলোচনার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করেছে। চুক্তিটিকে ‘সব চুক্তির জননী’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা আসে। এ সময় মোদি বলেন, এই চুক্তির আওতায় বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত হবে, যা বিশ্ব অর্থনীতিতে বড় মাইলফলক।

চুক্তির ফলে ভারতের উৎপাদন ও সেবা খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং সামুদ্রিক খাদ্যের মতো শ্রমঘন খাতগুলো ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

বর্তমানে ইউরোপে ভারতীয় পোশাক রপ্তানিতে প্রায় ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। নতুন চুক্তির আওতায় এ শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে। ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতীয় রপ্তানিকারকেরা বাড়তি সুবিধা পাবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, এই চুক্তি শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, বরং গণতন্ত্র, আইনের শাসন ও অভিন্ন মূল্যবোধের প্রতি ভারত ও ইইউর যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন চুক্তিটিকে ‘ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী’ বলে উল্লেখ করেন। তিনি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, যা দুই পক্ষের গভীর কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

চুক্তির আওতায় ইউরোপীয় দেশগুলো ভারতীয় বাজারে গাড়ি ও উন্নত যন্ত্রপাতি রপ্তানির ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবে। তবে কৃষি ও দুগ্ধ খাতের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলো চুক্তির বাইরে রাখা হয়েছে। এসব পণ্যে ধাপে ধাপে শুল্ক কমানো হতে পারে।

এ ছাড়া চুক্তিতে একটি ‘মোবিলিটি অধ্যায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ভারতীয় আইটি পেশাজীবী, প্রকৌশলী ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ বাড়ানো হবে।

ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, চুক্তির খসড়া এখন আইনি যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরু থেকেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন শুরু হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ