৩ দেশের ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে ভারত
ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মুসলিম বাদে অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীরা, যাদের বৈধ কাগজপত্র নেই, তারাও ভারতে থাকতে পারবেন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।
নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব সংখ্যালঘু ধর্মাবলম্বী ধর্মীয় নিপীড়নের কারণে অথবা এর ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ না থাকলেও অথবা ভিসা না থাকলেও তাদের আশ্রয় দেয়া হবে। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে না।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, আগামী বছর পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচন রয়েছে। এই ভোটকে সামনে রেখে বিজেপি সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করা হয়েছিল, যেখানে ২০১৪ সাল পর্যন্ত ভারত যাওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছিল। নতুন এই বিজ্ঞপ্তিটি সরাসরি নাগরিকত্ব নিয়ে কিছু না বললেও, ২০১৪ সালের পর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন, তাদের যে ফেরত পাঠানো হবে না, সেটা নিশ্চিত করা হয়েছে।
তবে, নতুন এই সিদ্ধান্তের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস বলেছে, এই উদ্যোগ পশ্চিমবঙ্গে নতুন করে বিভেদ তৈরি করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে