Views Bangladesh Logo

শিলিগুড়ির 'চিকেন'স নেক' করিডোরে নিরাপত্তা জোরদার করেছে ভারত

পার্শ্ববর্তী কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগাম সতর্কতা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির অন্যতম কৌশলগত এলাকা শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা নতুন করে মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চপর্যায়ের এক সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হয়।

শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আয়োজিত ‘স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার’ (স্ম্যাক) বৈঠকে সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আর্মি ইন্টেলিজেন্স, মিলিটারি পুলিশ, রেল পুলিশ, আরপিএফসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও অংশ নেন।

সূত্র জানায়, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, শিলিগুড়ি করিডোরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক, সেতু, রেললাইনসহ ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ ও ভারত-নেপাল সীমান্তে কঠোর তদারকি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্চলে প্রবেশকারী ব্যক্তিদের তথ্যসংগ্রহ ও নজরদারিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, 'করিডরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো প্রয়োজন- এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাই একমত।'

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণে জঙ্গিযোগের আশঙ্কা দেখা দেওয়ায় সিআইএসএফ বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করেছে। পাশাপাশি নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে আরপিএফ ও জিআরপি অতিরিক্ত টহল দিচ্ছে। রাজধানী এক্সপ্রেস ও বন্দে ভারতসহ কয়েকটি ট্রেনেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানোর বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ